দিনাজপুরের হিলিতে গণটিকা কার্যক্রমের মাধ্যমে করোনার ভ্যাকসিন প্রদান শুরুর এক দিন পর টিকা নিতে এসে ঘুরে যাচ্ছেন অনেকে। কার্যক্রমের প্রথম দিন লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় বন্ধ হয়েছে গণটিকা কার্যক্রম।

ফলে করোনার ভ্যাকসিন নিতে এসে ঘুরে যাচ্ছেন অনেকে। রোববার (০৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে থেকে এ দৃশ্য লক্ষ করা গেছে।

তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনও চলমান রয়েছে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে নিবন্ধিতদের করোনার টিকা কার্যক্রম। সেখানেও লক্ষ করা গেছে অনেক মানুষের ভিড়। এদিকে নির্দেশনা থাকলে ১৪ আগস্ট থেকে আবারও গণটিকা শুরু হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

হিলির মুহাড়াপাড়া গ্রামের নাসিমা খাতুন বলেন, আমি করোনার টিকা নেওয়ার জন্য উপজেলাতে আসলাম কিন্তু এসে শুনি টিকা শেষ, তাই ঘুরে যাচ্ছি। নাজমা নামের আর একজন বলেন, টিকা শেষ সেটা আমাদের জানাতেই পারত কর্তৃপক্ষ তাহলে তো আমাদের হয়রানি হতে হতো না।

হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার গাদ্দাফী সিকদার ঢাকা পোস্টকে বলেন, ‘গণটিকা কার্যক্রম শুরুর আগে আমাদের ২ হাজার ৪০০ জনকে টিকা প্রদানের জন্য লক্ষ্যমাত্রা দেওয়া হয়। আমাদের প্রথম, দিন লক্ষ্যমাত্রা পূরণ হইছে। গণটিকা কার্যক্রম আপাতত বন্ধ আছে।’

তিনি আরও বলেন, তবে আগামী ১৪ আগস্ট সরকারি নির্দেশনা আসলে আবার গণটিকা কার্যক্রম শুরু হবে। গণটিকা কার্যক্রম বন্ধ থাকলেও সুরক্ষা অ্যাপসের মাধ্যমে নিবন্ধিতদের প্রতি দিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এমএসআর