কুমিল্লা দাউদকান্দি মডেল মসজিদের প্রাঙ্গণে এক তরুণীকে নিয়ে ভিডিও ধারণ করার অপরাধে এক তরুণকে আটক করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতেই ভিডিওটি বানানো হয়। ইতোমধ্যে যা ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় জড়িত তরুণ ইয়াছিনকে (২০) জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে দেবিদ্বারের নিজ বাড়ি থেকে আটক করে।

রোববার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

তরুণ ইয়াছিন দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী মৃত গোলাম মিয়া ছেলে।

পুলিশ সুপার বলেন, ইয়াছিনের আইডি থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মসজিদের পবিত্রতা রক্ষাসহ সাধারণ মুসল্লিদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। বিষয়টি আমার নজরে এলে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মডেল মসজিদের সিঁড়ি বেয়ে উঠে সামনে একটি খোলা স্থান রয়েছে। সেখানে একটি হিন্দি গানের সঙ্গে তরুণ-তরুণী নানা অঙ্গভঙ্গিতে সুর মিলিয়ে নাচানাচি করছেন।

এ ঘটনার পর তরুণী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। এ নিয়ে ইয়াছিন ও তার সহযোগীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবে।

পুলিশ সুপার ফারুক বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কিছু করা কোনোভাবেই বরদাশত করা হবে না।

এনএ