বন্ধুর মৃত্যু থেকে শিক্ষা নিয়ে জব্বারের অক্সিজেন সেবা চালু
সিলেট অঞ্চলে করোনাকালের শুরু থেকে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে আসছে আব্দুল জব্বার জলিল ট্রাস্ট। সিলেট নগরে প্রায় সহস্রাধিক ব্যক্তি এ সেবা পেয়েছেন। জলিলের বিনামূল্যে অক্সিজেন সেবায় এবার যুক্ত হলো সরকারি অনুদান।
অসহায় রোগীদের জরুরি চিকিৎসায় অক্সিজেন সিলিন্ডার, কনসেনট্রেটর ও যন্ত্রপাতি ক্রয়ের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নিজস্ব তহবিল থেকে পাঁচ লাখ টাকা অনুদান পেয়েছে ট্রাস্টটি।
বিজ্ঞাপন
গত ২৯ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব জিল্লুর রহমান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সিলেটের সেবামূলক প্রতিষ্ঠান আব্দুল জব্বার জলিল ট্রাস্টে ৫ লাখ টাকা অনুদান প্রদান করা হয়। অনুদানের পরিপ্রেক্ষিতে ২০টি অক্সিজেন সিলিন্ডার ও পাঁচটি কনসেনট্রেটর ক্রয় করা হয়।
গত বছর আব্দুল জব্বার জলিল বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করার উদ্যোগ নেন। তার ঘনিষ্ঠ বন্ধু ইকবাল হোসেন খোকাকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক থেকে ফিরিয়ে দেওয়ায় তার মৃত্যু হয়। এরপর থেকেই তিনি বিনামূল্যে অক্সিজেন সেবা শুরু করেন।
বিজ্ঞাপন
করোনার এই অস্থির সময়ে আক্রান্ত মুমূর্ষু রোগীদের সেবায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এ অনুদান প্রদান করায় সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মন্ত্রী পরিষদের যুগ্ম সচিব জিল্লুর রহমান চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান ট্রাস্টটির সভাপতি আব্দুল জব্বার জলিল।
তিনি বলেন, আমার এ কাজ দেখে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শর্ত সাপেক্ষে পাঁচ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। এমনকি অনুদানের টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টেই পাঠানো হয়। আমি ইতোমধ্যে এই অর্থ দিয়ে অক্সিজেন সিলিন্ডিার ও কনসেন্ট্রেটর কিনেছি। এসব ক্রয়ের সার্বিক দলিলাদিও মন্ত্রণালয়ে পাঠিয়েছি।
তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের এ অনুদানের কারণে আমি আরও বেশি অনুপ্রাণিত হয়েছি। আমি আজীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। ইতোমধ্যে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সেবামূলক প্রতিষ্ঠান ‘মানুষ মানুষের জন্য’ ফাউন্ডেশনকে আব্দুল জব্বার জলিল ট্রাস্টের পক্ষ থেকে ছয়টি অক্সিজেন সিলিন্ডার ও দুইটি কনসেনট্রেটর প্রদান করা হয়।
তুহিন আহমদ/এমএএস