কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ঝিনাইদহের শৈলকুপায় কাউন্সিলর প্রার্থীর ভাই খুনের সাড়ে চার ঘণ্টা পর আলমগীর খান বাবু নামে এক কাউন্সিলর প্রার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ জানুয়ারি) রাত পৌনে ১টার দিকে উপজেলার বারুইপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কুমার নদ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

আলমগীর খান বাবু শৈলকুপা পৌর এলাকার কবিরপুর গ্রামের জালাল খানের ছেলে। 

শৈলকুপার দেবতলা গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, বাবুর মরদেহ পাওয়ার খবরের কিছু আগে দুই ব্যক্তিকে নদী সাঁতরে পার হতে দেখেছেন তারা। 

এদিকে, কাউন্সিলর প্রার্থীর মরদেহ উদ্ধার ও প্রতিদ্বন্দ্বী অপর কাউন্সিলর প্রার্থী শওকত আলীর ভাই ডিশ ব্যবসায়ী লিয়াকত হোসেন বল্টুকে খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে শৈলকুপার নির্বাচনী পরিবেশ। 

অভিযোগ উঠেছে, বুধবার রাতে নির্বাচনী ঘটনার জের ধরে কবিরপুর এলাকায় বল্টুকে কুপিয়ে জখম করে সদ্ল মগীর খান বাবুর সমর্থকরা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই অভিযোগের তীর যার দিকে, সাড়ে চার ঘণ্টা পর তার মরদেহ উদ্ধারের ঘটনাটি রহস্যজনক। প্রাথমিকভাবে এটিকে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা মনে করলেও এর পেছনরে কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ।

এ ব্যাপারে শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন বাবুর মরদেহ নদ থেকে উদ্ধার করা হয়েছে। এখনও এই কাউন্সিলর প্রার্থীর মৃত্যু সম্পর্কে কিছু জানা যায়নি। তদন্তের পর তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আনোয়ার সাঈদ বলেন, কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এসপি