পাবনার সাঁথিয়া উপজেলার করমজা গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৪) বিয়ের আয়োজন করা হয়। বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান পুলিশসহ বিয়েবাড়িতে হাজির হন। এ সময় বর ইব্রাহিম হোসেন (২২) জানালা দিয়ে পালিয়ে গেছেন। তবে ঘটকসহ চারজনকে জরিমানা করা হয়েছে। রোববার (৮ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

বর ইব্রাহিম হোসেন সাঁথিয়ার ফকিরপাড়া গ্রামের মো. ফজর প্রামাণিকের ছেলে। আর কনে একই উপজেলার করমজা গ্রামের মো. রিপন আলীর মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়,  রোববার বিকেলে ইব্রাহিম হোসেনের সঙ্গে একই উপজেলার করমজা গ্রামের অষ্টম শ্রেণির ওই ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান পুলিশসহ সেখানে রওনা দেন। তবে তিনি বিয়েবাড়িতে পৌঁছানোর আগেই বিয়ের কাজ সম্পন্ন হয়ে যায়। এ সময় বিয়েবাড়িতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে বর ও কনে পক্ষের লোকজন দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। অবস্থা বেগতিক দেখে বর ইব্রাহিম হোসেন পালিয়ে যান। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ১৪ বছরের মেয়েকে বিয়ে দেওয়া ও সরকারি বিধি ভঙ্গ করে বর-কনেকে আশ্রয় দেওয়ার অভিযোগে ঘটক আব্দুল লতিফকে ৩ হাজার টাকা,  কনের ফুফু মোছা. যুথী আক্তারকে ৫ হাজার টাকা ও প্রতিবেশী আব্দুল মতিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সাঁথিয়া থানা পুলিশ সহযোগিতা করে। 

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ জানান, বাল্যবিয়ের খবর আসার পর পরই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান পুলিশ ফোর্সসহ বিয়েবাড়িতে পৌঁছান। কিন্তু প্রশাসন উপস্থিত হওয়ার আগেই বিয়ের কাজ সম্পন্ন হয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর- কনেসহ বরযাত্রীরা পালিয়ে যান। তবে ঘটককে পুলিশ আটকাতে সক্ষম হয়। তার দেওয়া তথ্য বর ও কনেকে প্রতিবেশীর বাড়িতে পাওয়া যায়। এ সময় বর জানালা দিয়ে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যান।

তিনি বলেন, বাল্যবিয়ে বন্ধে এর আগেও উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করা হয়েছে। আগের চেয়ে বাল্যবিবাহ কমে এসেছে। তারপরও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিছু বিয়ে সম্পন্ন হচ্ছে। চলমান লকডাউনে স্কুল-কলেজ বন্ধ থাকায় কিছু অসচ্ছল পরিবার তাদের মেয়েদের বিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে প্রশাসন যেখানেই বাল্যবিয়েরে খবর পাচ্ছে সেখানেই অভিযান পরিচালনা করছে। 

রাকিব হাসনাত/আরএআর