চাঁদপুরে করোনা ওয়ার্ডে আরও আটজনের মৃত্যু
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরও ৮জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর থেকে সোমবার (০৯ আগস্ট) দুপুর পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।
এর মধ্যে তিনজনের করোনা পজিটিভ ও অন্যরা উপসর্গে ভুগছিলেন। সদর হাসপাতালের করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন ফরিদগঞ্জের রূপসা এলাকার মনোয়ারা বেগম (৭০), শাহরাস্তির দেবকরা এলাকার আব্দুর রব (৮০) ও চাঁদপুর সদরের তরপুরচন্ডি এলাকা সাজেদা বেগম (৫৫)।
এছাড়া উপসর্গে মৃতরা হলেন মতলব দক্ষিণের কাশিমপুর এলাকার সিদ্দিকুর রহমান (৮০), চাঁদপুর সদরের মহামায়া করবন্দ এলাকার রেজিয়া বেগম (৯০), ফরিদগঞ্জের ঘনিয়ার মনুমা (৭০), হাইমচরের পশ্চিম চরকৃষ্ণপুর এলাকার নিলুফা (৫৮) ও চাঁদপুর সদরের মধ্য তরপুরচন্ডি এলাকার ফাতেমা বেগম (৪০)।
বিজ্ঞাপন
সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ বলেন, নতুনসহ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২৫৮ জনে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৮২২ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ হাজার ২৪০ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১০৯ জন। বাকিরা হোম আইসোলেশনে রয়েছেন।
শরীফুল ইসলাম/এমএসআর