কুমিল্লায় করোনাভাইরাসের সংক্রমণ হার কমলেও বাড়ছে মৃত্যুর হার। গ্রাম থেকে আসা মুমূর্ষু রোগীরা হাসপাতালের আসার কয়েক ঘণ্টার মধ্যে মারা যাচ্ছেন। ২৪ ঘণ্টায় কুমিল্লায় মৃত্যু হয়েছে আরও ১১ জনের। সোমবার (৯ আগস্ট) বিকেল ৫টায় জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

২৪ ঘণ্টায় কুমিল্লায় ৪৬২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১১৯ জন, আদর্শ সদরের ১৬, সদর দক্ষিণের ১৪, বুড়িচংয়ের ১২, ব্রাহ্মণপাড়ার ১৩ জন রয়েছেন।

এছাড়া চান্দিনার ১০ জন, চৌদ্দগ্রামের ২৪, দেবিদ্বারের ১৪, দাউদকান্দির ৬, লাকসামের ৬১, লালমাইয়ের ৮, নাঙ্গলকোটের ৩৪,  বরুড়ার ৭৭, মনোহরগঞ্জের ১৬, মুরাদনগরের ৫, মেঘনার ১৪ ও তিতাসে ১ ও হোমনায় ১৮ রয়েছেন।

মৃত ১১ জনের মধ্যে দাউদকান্দিতে ৪ জন, সিটিতে ২ জন, মুরাদনগরে ২ জন, চৌদ্দগ্রামে ২ জন, সদরে ১ জন মারা গেছেন। যার মধ্যে ৯ জন পুরুষ, ২ জন নারী রয়েছেন। কুমিল্লায় মোট ৩৪ হাজার ৭০২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলাজুড়ে মারা গেছেন ৮১৮ জন।

সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, মঙ্গলবার (১০ আগস্ট) জেলায় স্থায়ী কেন্দ্রের মাধ্যমে টিকার ২য় ডোজ কার্যক্রম শুরু হবে। এছাড়া কুমিল্লায় করোনার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। সংক্রমণ ও মৃত্যু সংখ্যা কমতে শুরু করেছে।

এমএসআর