চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ১৭৯ নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় করোনা ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় দুজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন চারজন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৯৯ জনে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩৮৪ জন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সোমবার নতুন ১৭০ জনের নমুনা সংগ্রহ করেছে। এ নিয়ে জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ২৪৭ জন। এ দিন ১৭৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ নিয়ে মোট ২৪ হাজার ১৬০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ সময় সুস্থ হয়েছেন ১৯৪ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ৪ হাজার ৭৩৭ জন।

জেলায় বর্তমানে সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন ৬০ জন আর বাড়িতে রয়েছেন ১ হাজার ৩৮৮ জন। নতুন যে ২৩ জন শনাক্ত হয়েছেন তার মধ্যে সদর উপজেলার ছয়জন, আলমডাঙ্গায় ছয়জন এবং জীবননগরে ১১ জন রয়েছে।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, সোমবার সদর হাসপাতালের রেডজোনে দুজনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে হলুদজোনে মারা গেছেন চারজন। এ পর্যন্ত জেলায় মোট ৮৭ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭১ জন।  

আফজালুল হক/এসপি