কুষ্টিয়ায় আরও নয়জনের মৃত্যু, শনাক্ত ১৬৬
কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ৮ ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। সোমবার (০৯ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০ শয্যার করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ১৯৯ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত নিয়ে ১৫৮ ও উপসর্গ নিয়ে ৪১ জন ভর্তি রয়েছেন।
বিজ্ঞাপন
এদিকে নতুন ৫৭২ নমুনা পরীক্ষা করে ১৬৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে। নতুন ১৬৬ জনসহ করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১১৫ জন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ০২ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ১৬৬ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৬৯ জন, দৌলতপুরের ২১ জন, কুমারখালীর ১৮ জন, ভেড়ামারার ১৯ জন, মিরপুরের ২৪ জন এবং খোকসার ১৫ জন রয়েছেন।
বিজ্ঞাপন
এখন পর্যন্ত জেলায় ৯২ হাজার ১৪৪ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৮৬ হাজার ২৩৬ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৫১ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৩৯ জন ও হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৮১২ জন।
রাজু আহমেদ/এমএসআর