চাঁদপুরে বেসরকারি হাসপাতালে শুরু হচ্ছে করোনার চিকিৎসা
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে করোনার চাপ কমাতে অবশেষে চাঁদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে করোনার চিকিৎসা চালু হতে যাচ্ছে।
চাঁদপুর জেলা প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শহরের ইলিশ চত্বরসংলগ্ন বারাকাহ হাসপাতালে অস্থায়ী ভিত্তিতে করোনা হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে। সেখানে ২০টি বেডে বিনামূল্যে করোনা রোগীর চিকিৎসা দেওয়া হবে।
বিজ্ঞাপন
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু মঙ্গলবার (১০ আগস্ট) সকালে সিভিল সার্জনের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান।
তিনি বলেন, চাঁদপুর সদর হাসপাতালে ১৫০ জন রোগীকে অক্সিজেন সেবা দেওয়ার সক্ষমতা খুব দ্রুত তৈরি হবে। বর্তমানে ১০০ জনকে অক্সিজেন দেওয়ার সিলিন্ডার প্রস্তুত রয়েছে।
বিজ্ঞাপন
অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এসএম সহিদ উল্লাহ বলেন, চাঁদপুর শহরের সব প্রাইভেট হাসপাতালের পক্ষ থেকে বারাকাহ হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করা হয়েছে। আমরা সব হাসপাতাল মিলে সেখানে চিকিৎসক-নার্স, অক্সিজেন ও অন্যান্যসামগ্রী দেব।
সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ বলেন, যাদের অক্সিজেন কম প্রয়োজন তাদের বারাকাহ হাসপাতালে স্থানান্তর করা হবে। সেখানে করোনায় আক্রান্ত ও উপসর্গের রোগীরা আলাদাভাবে চিকিৎসা পাবেন। আমরা ডিসি ও পুলিশ সুপারসহ সকলকে সঙ্গে নিয়ে দু-একদিনের মধ্যে চিকিৎসাসেবা শুরু করব।
শরীফুল ইসলাম/এমএসআর