যুক্তরাজ্যফেরত ৩২ যাত্রী কোয়ারেন্টাইনে
যুক্তরাজ্যফেরত যাত্রীদের বাসে হোটেলে নেয়া হয়
দ্বিতীয় পর্যায়ের করোনা সংক্রমণের মধ্যে যুক্তরাজ্য থেকে সিলেট এসেছেন আরও ৩২ যাত্রী। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ ঢাকা পোস্টকে বলেন, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ৪২ জন যাত্রী আসেন। এর মধ্যে ৩২ জন সিলেট নামেন। তাদের বিআরটিসি বাসে করে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। বাকি ১০ জন ঢাকা চলে যাবেন।
বিজ্ঞাপন
সিলেটের জেলা প্রশাসনের সহকারী কমিশনার (করোনা সেল) শাম্মা লাবিবা অর্নব ঢাকা পোস্টকে জানান, যুক্তরাজ্যফেরত যাত্রীরা জেলা প্রশাসনের নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনে থাকবেন। তবে নিজ খরচে তারা হোটেলে থাকবেন।
উল্লেখ, গত ২৮ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে যুক্তরাজ্য থেকে দেশে আসা যাত্রীদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত হয়। এরপর তিন দফায় যুক্তরাজ্য থেকে সিলেট আসা ১১২ যাত্রীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ বিমানের সিলেট অফিসের ম্যানেজার শাহনেওয়াজ মজুমদার জানান, প্রতি সোমবার ও বৃহস্পতিবার যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সরাসরি ফ্লাইট আসে। তবে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করার পর বিমানের যাত্রী কমে গেছে।
আরএআর