সাভারে সেতু সংস্কারে এক লেন বন্ধ, দীর্ঘ যানজট
ফাইল ছবি
সাভারের একটি সেতুতে গণবিজ্ঞপ্তি দিয়ে এক লেন বন্ধ করে সংস্কারের কাজ চলায় ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে ঢাকাগামী লেনটি বন্ধ করায় সন্ধ্যা থেকে দুই লেনেই যানজট সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে গাবতলী থেকে মধুমতি মডেল টাউন পর্যন্ত ঢাকা আরিচা-মহাসড়কের প্রায় সাড়ে ৮ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে বলে জানিয়েছেন সাভার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
বিজ্ঞাপন
এর আগে ঢাকা আরিচা-মহাসড়কের সালেহপুর সেতুর নিচের ঢাকাগামী লেনের বিমে হালকা ফাটল দেখা যাওয়ায় সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে গত ১২ জানুয়ারি একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গণবিজ্ঞপ্তিতে ১৩ জানুয়ারি থেকে ঢাকাগামী লেন বন্ধ করে সেতুটি সংস্কারের কথা জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তি অনুযায়ী বুধবার দুপুর থেকে লেনটি বন্ধ করে কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। এর পর ধীরে ধীরে যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বিজ্ঞাপন
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের প্রকৌশলী শামীম আল মামুন জানান, সেতুর এক পাশে গার্ডারে (বিম) ফাটল দেখা দিয়েছে। ফাটল আমরা গত তিন দিন আগে দেখতে পাই, গতকাল গণবিজ্ঞপ্তি দিয়ে আমরা কাজ শুরু করেছি। কাজ শেষ হতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। এ দুই থেকে তিন সপ্তাহ এভাবেই যান চলাচল করবে।
তিনি আরও বলেন, এভাবে গাড়ি চলাচল করলে মেরামতের অযোগ্য হবে বলে আগেই সংস্কারের কাজ শুরু করা হয়েছে। তবে আমরা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করবো।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সবুর খাঁন বলেন, দুপুরে সেতুটি সংস্কারের জন্য এক লেন বন্ধ করা হয়েছে। ট্রাফিক পুলিশ পরিবহন নিয়ন্ত্রণে কাজ করছে।
সাভার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, যানজট নিরসনে পুলিশ কাজ করছে। তবে উত্তর-পশ্চিম অঞ্চলের জেলার পরিবহনের চাপ থাকায় যানজট তৈরি হচ্ছে।
আরএআর