ফাইল ছবি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রাকচাপায় আজমল হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অপর এক আরোহী। বুধবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বাইপাস সড়কের রোজ হলিডে পার্ক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

নিহত আজমল হোসেন মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাড়ারা গ্রামের আকবর হোসেনের ছেলে। তিনি মার্কেন্টাইল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মিরপুর উপজেলা শাখার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মমিনুল ইসলাম (৪২)। তিনি মিরপুর উপজেলার ধুপাইল ইউনিয়নের লক্ষ্মীধরদিয়া গ্রামের কলিমুদ্দিনের ছেলে। তিনি ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কুষ্টিয়া শাখার সার্ভিস সেন্টারের ইনচার্জ। 

নিহতের সহকর্মীরা জানান, ঝিনাইদহ বিভাগীয় অফিসে গিয়েছিলেন তারা দুজন। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাইপাস সড়কের রোজ হলিডে পার্ক সংলগ্ন এলাকায় দ্রুতগতির একটি ট্রাক রাতে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আজমল হোসেন মারা যান। এ সময় আহত হন তার সঙ্গে থাকা মমিনুল ইসলাম। তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মোটরসাইকেলটি জব্দ করা হলেও ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন।

আরএআর