করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহনের সংখ্যা বাড়ছে। এতে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের সারি হচ্ছে দীর্ঘ।

তবে ঘাট এলাকায় অপেক্ষমাণ এসব যানবাহন পারাপারে নৌপথে ১৪টি ফেরি চলাচল করছে বলে জানিয়েছে ফেরিঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।

জিল্লুর রহমান বলেন, করোনাভাইরাস বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের ১৯ দিনে পরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সবগুলো ফেরি চলাচল করছে। তবে লকডাউনের সময়ে জরুরি সেবার আওতাধীন যানবাহন পারাপারে দুই-থেকে চারটি ফেরি চলাচল করেছে। নৌপথে ছোট-বড় ১৬টি ফেরি মধ্যে ১৪টি ফেরি চলাচল করছে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও মাধবীলতা নামের দুটি ফেরি সাময়িক ত্রুটির কারণে ভাসমান করখানায় মেরামতে রয়েছে।

তিনি আরও বলেন, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ভারী যানবাহন নিয়ে ফেরি চলাচল নিষিদ্ধ করায় সকাল থেকে পাটুরিয়ায় যানবাহনের চাপ বাড়তে থাকে। এসব যানবাহনের মধ্যে সাধারণ পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। সবশেষ পাটুরিয়ায় ৩৫০টি পণ্যবাহী ট্রাক ও ৫০টির মতো পরিবহন বাস নৌপথ পারাপারে অপেক্ষমাণ রয়েছে বলে জানান তিনি।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাধারণ যাত্রী পারাপারে ১৬টি ও আরিচা-কাজিরহাট নৌপথে ৯টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে বলে জানিয়েছেন পাটুরিয়া লঞ্জঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী।

তিনি আরও বলেন, আজ লঞ্চ চলাচল শুরু হলেও যাত্রীর সংখ্যা কম। তবে আগামীকাল থেকে যাত্রীর সংখ্যা বাড়তে পারে।

সোহেল হোসেন/এনএ