চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ১, আহত ২০
চাঁদপুর-লক্ষ্মীপুর-নোয়াখালী রুটে চলাচলকারী আনন্দ পরিবহনের বাস উল্টে গিয়ে রাস্তার পাশের খালে পড়ে গেছে। এ সময় চাপা পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ যাত্রী আহত হয়। বুধবার (১১ আগস্ট) দুপুরে ফরিদগঞ্জের ধানুয়া এলাকায় আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও যাত্রীদের সূত্রে জানা যায়, আনন্দ পরিবহনের বাসটি প্রায় অর্ধশত যাত্রী নিয়ে চৌমহনীর উদ্দেশে চাঁদপুর থেকে ছেড়ে আসে। ঘটনাস্থলে এসে দ্রুতগতিতে কাভার্ড ভ্যান অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি।
এ সময় সামনে থাকা সোহেল মিজি ( ৪৫) নামের এক পথচারীকে চাপা দিয়ে যাত্রীসহ খালে পড়ে যায় বাস। ওই পথচারীকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
এদিকে দুর্ঘটনার পর আনন্দ পরিবহনের চালক ও হেলপার পালিয়ে যায়। এই ঘটনায় সড়কের পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফরিদগঞ্জ থানা পুলিশে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ হোসেন বলেন, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে আনন্দ পরিবহন বাসটি মোট কতজন যাত্রী ছিল বলা যাচ্ছে না। দুর্ঘটনায় গুরুতর আহতদের উপজেলা ও চাঁদপুর সরকারি হাসাপাতালে পাঠনো হয়।
বিজ্ঞাপন
শরীফুল ইসলাম/এমএসআর