বকেয়া বেতনের দাবিতে অবরুদ্ধ কারখানামালিক
ভেঙে ভেঙে বেতনের টাকা পরিশোধ করায় প্রায় চার মাস ধরে মানবেতর জীবন যাপন করছেন শ্রমিকরা
সাভারের আশুলিয়ায় ৪২ দিনের বকেয়া বেতনের দাবিতে কারখানার মালিককে অবরুদ্ধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। প্রায় ২৪ ঘণ্টা ধরে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
বুধবার (১১ আগস্ট) দুপুরে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার দুর্গাপুর এলাকার বি কে ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানার সামনে গিয়ে অবরুদ্ধের বিষয়টি জানা যায়।
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর থেকে কারখানার মালিক রেজওয়ানুল হককে অবরুদ্ধ করে রাখা হয়। কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে বকেয়া বেতন না দেওয়ায় তাকে অবরুদ্ধ করেন শ্রমিকরা।
শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় ৬০ জন শ্রমিক কাজ করে আসছিলেন। চার থেকে পাঁচ মাস আগে রাজধানীর মিরপুর থেকে কারখানাটি স্থানান্তর করে আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর এলাকায়। চার মাস ধরে কাজ চলমান থাকলেও শ্রমিকদের বেতন দুই হাজার থেকে তিন হাজার টাকা করে পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
ভেঙে ভেঙে বেতনের টাকা পরিশোধ করায় প্রায় চার মাস ধরে মানবেতর জীবন যাপন করছেন শ্রমিকরা। গতকাল কারখানার মালিক ৪২ দিনের বেতন পরিশোধ না করে কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেন। পরে এর মালিককে অবরুদ্ধ করেন শ্রমিকরা।
কারখানাটির শ্রমিক রোকসানা বলেন, আমরা সারা মাস কাজ করে মাস শেষে ঠিকঠাক বেতন পাই না। প্রতি মাসেই বেতন দিই-দিচ্ছি করে টালবাহানা করেন। প্রতি মাসেই ভেঙে ভেঙে বেতনের টাকা পরিশোধ করেন মালিক। গতকাল কারখানা একবারেই বন্ধ করে দেয়। কিন্তু দুই দিন পরে আমাদের বেতনের টাকা পরিশোধের কথা বলেন। কারখানার মেশিনপত্রও এই মালিকের নয়। আমরা তাকে কোথায় খুঁজে পাব। আমাদের বেতন পরিশোধ না করা পর্যন্ত তাকে কারখানা থেকে বের হতে দেব না।
কারখানার মালিক রেজওয়ানুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে এখনো সিদ্ধান্ত হয়নি। আমি টাকাপয়সা নিয়ে একটু ব্যস্ত আছি। পরে আপনার সাথে কথা বলব।
এ ব্যাপারে বাংলাদেশ গার্মেন্টস ও দর্জি শ্রমিক ফেডারেশনের সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি সুলতান মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, কারখানাটির কোনো কিছুই রেজওয়ানুল হকের নয়। মেশিনসহ বিল্ডিংয়ের মালিক অন্য কোথাও ভাড়া দেবেন। কারখানা যদি স্থায়ীভাবে বন্ধ হয়, তাহলে শ্রমিকদের ন্যায্য পাওনাদি পরিশোধের দাবি জানাচ্ছি।
মাহিদুল মাহিদ/এনএ