চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।

সদর হাসপাতালের করোনাবিষয়ক ফোকালপারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, মৃতদের মধ্যে দুজনের করোনা পজিটিভ ও অন্যরা উপসর্গে ভুগছিলেন।

তিনি জানান, করোনায় মৃতরা হলেন হাইমচরের গন্ডামারা এলাকার আবু জাফর পাটোয়ারী (৬৫) ও চাঁদপুর সদরের কল্যাণপুর ইউনিয়নের দাসদী গ্রামের দুলাল গাজী (৫৫)।

উপসর্গে মৃতরা হলেন মতলব দক্ষিণের দীঘলদী এলাকার হনুফা (৭০), হাজীগঞ্জের হাটিলার ফজুলতেন্নেছা (৬০), কীর্তনখোলার ফজিলত বেগম (৭০), চাঁদপুর সদরের শাহতলী এলাকার হামানকর্দী গ্রামের হারুনুর রশিদ (৬৫), চাঁদপুর শহরের মুখার্জিঘাট এলাকার শিউলি বেগম (৩৯) ও শাহরাস্তির হানিফ (৭৫)।

সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ বলেন, চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৭০ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০৯ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৯২৬২ জনকে।

শরীফুল ইসলাম/এমএসআর