কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক সংবাদকর্মী। সোমবার (০৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আবু নাঈম মনির নামে ওই সাংবাদিক স্বাস্থ্য বিষয়ক পত্রিকা মেডিভয়েসের নিউজ এডিটর হিসেবে কর্মরত রয়েছেন।

ঘটনার বর্ণনা দিয়ে ওই সংবাদকর্মী বলেন, অসুস্থ ভাইয়ের চিকিৎসা করাতে সোমবার বিকেলে ঢাকা থেকে নিকলী ফিরছিলাম। রাত ৮টার দিকে ভৈরবে পৌঁছায়। পরে সেখান থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠি।

অটোরিকশার পেছনের আসনে আগে থেকেই যাত্রীবেশে একজন ছিনতাইকারী বসেছিল। আমি উঠার পর পরই আরও দুজন ছিনতাইকারী যাত্রী সেজে চালকের দুই পাশে বসে। এরপর পেছনের একটি আসন খালি রেখেই সিএনজি ছেড়ে দেয় চালক।

তিনি আরও বলেন, রাত সাড়ে ৮টার দিকে কুলিয়ারচরের দারিয়াকান্দি ইউনিয়নের নির্জন ও অন্ধকার এলাকা কাঠালতলী পৌঁছালে সিএনজি থামিয়ে দেয় চালক। এ সময় পেছনে বসা একজন আমার গলা চেপে ধরে। কিছু বুঝে উঠার আগেই সিএনজি থেকে আমাকে নামতে বলে। নামতে না চাইলে ধস্তাধস্তিতে আমার বাম হাতের কনুইয়ে আঘাত পাই। এ সময় সামনে থাকা দুই ছিনতাইকারী আমাকে জোর করে নামায়। এ সময় চালক সিএনজি নিয়ে চলে যায়। তারা অস্ত্রের মুখে আমার সঙ্গে থাকা দুটি মোবাইল ও পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

কুলিয়ারচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহমুদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এসকে রাসেল/এসপি