গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনা এবং উপসর্গ নিয়ে আরও ১০ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় চারজন এবং উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন। একইসময়ে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৮৪ জন ও সুস্থ হয়েছেন ১৫৯ জন। শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক।

করোনায় মারা যাওয়া চারজনের মধ্যে বগুড়ার তিনজন। এরা হলেন- নন্দীগ্রামের কালিমুদ্দিন (৭০), কাহালুর জাহিদুর রহমান (৬৯) এবং শাজাহানপুরের আনোয়ারা (৭২)।

ডা. সাজ্জাদ জানান, বৃহস্পতিবার মোট ৪০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৫৮ জন, ১০২টি অ্যান্টিজেন পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং জিন এক্সপার্ট মেশিনে পাঁচজনের নমুনায় সবার নেগেটিভ।  বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২০টি নমুনায় আরও ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৫৮ শতাংশ। নতুন আক্রান্ত ৮৪ জনের মধ্যে সদরের ৪২ জন, শেরপুরের ১৬ জন, শিবগঞ্জের সাতজন, দুপচাঁচিয়া ও গাবতলীর পাঁচজন করে, শাজাহানপুরের চারজন, ধুনটের দুজন, আদমদীঘি, সারিয়াকান্দি এবং কাহালুর একজন করে রয়েছে।

ডা. সাজ্জাদ আরও জানান, বগুড়ায় এ পর্যন্ত মোট ২০ হাজার ১৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে করোনা থেকে সুস্থ ১৫৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ১৮ হাজার ৫১৭ জন এবং ১ হাজার চারজন চিকিৎসাধীন রয়েছেন। নতুন তিনজন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১২ জন।

সাখাওয়াত হোসেন জনি/এসপি