সিলেটে ৫৩১ শনাক্তের দিনে ৮ মৃত্যু
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮০ নমুনা পরীক্ষা করে নতুন ৫৩১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৬১ শতাংশ। এ সময়ে মারা গেছেন আরও ৮ জন।
শুক্রবার (১৩ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় সিলেটে ৩৯০ জন, সুনামগঞ্জে ৫৪, হবিগঞ্জে ২৭ এবং মৌলভীবাজারে ৬০ জন শনাক্ত হয়েছেন। সব মিলে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ১০৯ জন।
এর মধ্যে সিলেট জেলায় ২৫ হাজার ৮৫৫ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৫৮২ জন, হবিগঞ্জে ৫ হাজার ৭৬৬ জন এবং মৌলভীবাজারে ৬ হাজার ৮৯০ জন আক্রান্ত হয়েছেন।
বিজ্ঞাপন
এদিকে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৬ জন সিলেট জেলার, একজন হবিগঞ্জের ও একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা।
এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৭৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৬৩৭ জন, সুনামগঞ্জের ৬০ জন, হবিগঞ্জের ৪৪ জন এবং মৌলভীবাজারের ৬৭ জন রয়েছেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৬৫ জন।
তুহিন আহমদ/এমএসআর