টিকাকেন্দ্রে স্বাস্থ্যবিধির বালাই নেই

সাতক্ষীরায় অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকা প্রদান করা হচ্ছে।

তবে টিকাকেন্দ্রে বালাই নেই স্বাস্থ্যবিধির, রয়েছে অব্যবস্থাপনা। কে আগে টিকা গ্রহণ করবেন, চলছে সেই যুদ্ধ। সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছেন ধানদিয়া ইউনিয়নের বাসিন্দা মঈনুল আমিন মিঠু।

তিনি অভিযোগ করে বলেন, হাসপাতালে শত শত মানুষের ভিড়, কোনো স্বাস্থ্যবিধি নেই। প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিতে আগ্রহী কয়েকশ মানুষ হাজির হয়েছেন। প্রথম ও দ্বিতীয় ডোজ কে কোন টিকা নিচ্ছেন, বোঝার কোনো উপায় নেই। পুরুষ ও নারীদের জন্য মাত্র দুটি বুথ খোলা হয়েছে। এক কথায় অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে টিকাদান কার্যক্রম।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজের ৩১ হাজার ৪৩০ জনকে দেওয়া হবে। জেলা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার সকাল থেকে দেওয়া শুরু হয়েছে।

যারা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে ও জুন মাসে প্রথম ডোজের টিকা গ্রহণ করেছিলেন শুধু তাদের পর্যায়ক্রমে এই দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হবে। নতুন করে কারও এই টিকার প্রথম ডোজ দেওয়া হবে না। 

ভিড় ঠেলে তালা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকা গ্রহণ করেছেন তালা উপজেলার খেশরা ইউনিয়নের কুলপোতা গ্রামের বাসিন্দা পরিতোষ মন্ডল। তিনি বলেন, টিকা নিতে এসে দেখি প্রচুর ভিড়। তবে শেষ পর্যন্ত টিকা নিতে পেরেছি।

টিকাদান কার্যক্রমের পরিস্থিতির বিষয়ে জানতে একাধিকবার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব সরদারের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন কল রিসিভ করেননি।

সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত জানান, জেলায় অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে। সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এরই মাঝে কোভিশিল্ড টিকার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে।

তিন ধরনের টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ প্রদান করায় স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে জনসমাগম বেশি, হিমশিম খেতে হচ্ছে। জনবল স্বল্পতার কারণে বুথ বাড়ানো সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

আকরামুল ইসলাম/এমএসআর