মাগুরায় শোক দিবস উপলক্ষে ফায়ার সার্ভিসের বৃক্ষরোপণ
শহরের ভায়না মোড় এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন কার্যালয়ের সামনে শতাধিক গাছ রোপণ করা হয়
জাতীয় শোক দিবস উপলক্ষে মাগুরায় শতাধিক বৃক্ষরোপণ করেছে মাগুরা ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সদস্যরা ভায়না ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ছায়াযুক্ত বৃক্ষরোপণ করেন।
রোববার (১৫ আগস্ট) সকালে শহরের ভায়না মোড় এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন কার্যালয়ের সামনে নতুন অফিসের বিভিন্ন স্থানে শতাধিক গাছ রোপণ করা হয়।
বিজ্ঞাপন
মাগুরা ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মাসুদ সরদারের সভাপতিত্বে বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল ইসলাম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহাগ উজ্জামান, সামাজিক বনায়ন বিভাগের রেঞ্জ অফিসার তপনেন্দ্রনাথ সরকার প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, শোক দিবস উপলক্ষে ভালো কাজের অংশ হিসেবে ফায়ার সার্ভিসের নতুন ভবনের প্রবেশমুখে বকুল, কৃষ্ণচূড়া, নারকেল ও কমলালেবু ছায়াযুক্ত গাছ রোপণ করা হয়েছে।
বিজ্ঞাপন
এনএ