শোক দিবসের অনুষ্ঠানে নেতাকর্মীদের চাপে ভাঙল গ্লাস, আহত ৬
সাভারের আশুলিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে কমিউনিটি সেন্টারের গ্লাস ভেঙে চেয়ারম্যানসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।
রোববার (১৫ আগস্ট) দুপুর আড়াইটার টার দিকে আশুলিয়া থানা আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে আশুলিয়ার বাইপাইলের এলাহী কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ৬ জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
আহতরা হলেন আশুলিয়ার পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান। তাকে উদ্ধার করে চক্রবর্তী এলাকার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল (কেপিজে) হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া আরও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের বিস্তারিত পাওয়া যায়নি। এদের মধ্যে কারো হাত, কারো পা কেটে গেছে।
নেতাকর্মীরা জানায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাভারে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বেশির ভাগ আয়োজনে প্রধান অতিথি হিসাবে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। সকাল থেকে কয়েকটি দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত হন তিনি।
বিজ্ঞাপন
দুপুরে আশুলিয়া থানা আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে বাইপাইলের এলাহী কমিউনিটি সেন্টারে উপস্থিত হন প্রতিমন্ত্রী। দোয়া ও মিলাদ মাহফিল শেষে প্রতিমন্ত্রী কমিউনিটি সেন্টার থেকে বের হওয়ার সময় নেতাকর্মীর চাপে কমিউনিটি সেন্টারের প্রবেশদ্বারের থাই গ্লাস ভেঙে যায়।
এ সময় চেয়ারম্যান পারভেজসহ অন্তত ৬ জন আহত হন। তবে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান অক্ষত রয়েছেন বলে নিশ্চিত করেছেন নেতাকর্মীরা।
আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য হালিম ঢাকা পোস্টকে বলেন- গ্লাস ভেঙে মামা ইউপি চেয়ারম্যানের কান ও পা কেটে গেছে। তাকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে এসেছি। তিনি বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তবে চেয়ারম্যান আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।
মাহিদুল মাহিদ/এমএসআর