দিনাজপুরে আরও ৬ জনের প্রাণহানি
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৬ জনে। এ সময় নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) সকালে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ১৮০ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৮৮ শতাংশ।
বিজ্ঞাপন
তাদের মধ্যে জেলার সদর উপজেলায় ২০ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া চিরিরবন্দরে তিন, খানসামায় এক, পার্বতীপুরে এক ও বোচাগঞ্জে ৯ জন আক্রান্ত হয়েছেন। সব মিলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭৫৩ জন। জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫৪৪ জন।
সোমবার সকাল পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৬ জনে। জেলায় এক দিনে সুস্থ হয়েছেন ১৫৮ জন। মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৩৩ জন। এ সময় জেলার বিরল উপজেলায় এক ও সদর উপজেলায় করোনায় দুজন মারা গেছেন। করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৪১ জন ভর্তি রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৬২ জন। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনায় ১২ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৪ জন। জেলার ১৩ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় ১৩ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন সাতজন।
এসপি