পাবনায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৪৪ শতাংশ। রোববার (১৫ আগস্ট) দুপুর থেকে সোমবার (১৬ আগস্ট) দুপুর পর্যন্ত তারা মারা যান।

পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, করোনা ইউনিটে ৬৭ জন রোগী ভর্তি রয়েছেন। এক দিনে করোনা উপসর্গে মারা গেছেন ১ জন। এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন।

উপসর্গে মৃত ব্যক্তি হলেন সদরের মাদারবাড়িয়া মহল্লার আরশেদ আলীর স্ত্রী মনোয়ারা খাতুন (৬৭)। এছাড়াও রাজশাহী মেডিকেল হাসপাতালে করোনায় মারা গেছেন বেড়ার ১ জন।

পাবনা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতীম বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় পাবনার ৩৪৩ নমুনায় ১২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন ১ জন। শনাক্তের হার ৩৬ দশমিক ৪৪ শতাংশ।

রাকিব হাসনাত/এমএসআর