কুমিল্লায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৬৪ জনের। সোমবার (১৬ আগস্ট) বিকেলে জেলার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

২৪ ঘণ্টায় মৃত ৯ জনের মধ্যে সিটিতে ২ জন, চান্দিনা ২ জন, চৌদ্দগ্রাম, বুড়িচং, লালমাই, দেবিদ্বার, মেঘনায় ১ করে মারা গেছেন। কুমিল্লায় সর্বমোট মৃত্যু হয়েছে ৮৬৯ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৬৪ জন।

এই দিনে আক্রান্ত হয়েছেন ১৬৪ জন। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৮ জন, আদর্শ সদরের ১, সদর দক্ষিণের ২, বুড়িচংয়ের ৩৬, ব্রাহ্মণপাড়ার ৫ জন রয়েছেন।

এছাড়া চান্দিনার ১৩ জন, চৌদ্দগ্রামের ১, দেবিদ্বারের ৭, দাউদকান্দির ৩২, লাকসামের ৩৩, লালমাইয়ের ৬, বরুড়ার ৫, মেঘনার ৪ ও হোমনায় ১ জন রয়েছেন। সর্বমোট ৩৬ হাজার ৩৬৯ জনের করোনা শনাক্ত হয়।

এমএসআর