চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরও সাতজনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর থেকে সোমবার (১৬ আগস্ট) দুপুর পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে দুজনের করোনা পজিটিভ ও অন্যরা উপসর্গে ভুগছিলেন।

হাসপাতালের করোনাবিষয়ক ফোকালপারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের আব্দুর রউফ (৮২) ও মতলব দক্ষিণের দক্ষিণ ঘোড়াধারী এলাকার খায়রুন নেছা (৭০)।

উপসর্গে মৃতরা হলেন হাজীগঞ্জের লাউপাড়ার জামেলা বেগম (৭৫), চাঁদপুর শহরের গুনরাজদীর বদরুন্নেসা (৭৯), ফরিদগঞ্জের দক্ষিণ কেরোয়ার আবুল হোসেন (৬০), চাঁদপুর সদরের রাজরাজেশ্বর রায়েরচরের ফাতেমা বেগম (৭০) ও ছোটসুন্দর এলাকার মমতাজ (৫৫)।

সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, সংগৃহীত ৬৭৩ নমুনার মধ্যে আরও ২২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৪৩ শতাংশ। একই দিনে ৩৬৫ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে।

এছাড়া নতুনসহ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৫০২ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৮ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৪১৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ হাজার ৮৬৬ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৬৮ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন।

শরীফুল ইসলাম/এমএসআর