নরসিংদীতে বাসের চাপায় দুই নারী পথচারী নিহত
নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাসের চাপায় দুই নারী পথচারী নিহত হয়েছেন। এ সময় একজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সৃষ্টিগড় বাসস্ট্যান্ড-সংলগ্ন হাজী বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ নূর হায়দার তালুকদার।
বিজ্ঞাপন
নিহতরা হলেন শিবপুরের সিফুলিয়া এলাকার কিতাব আলীর স্ত্রী রোকেয়া আক্তার (৫৫), সৃষ্টিগড়ের আয়েত আলী গাজীর স্ত্রী আনোয়ারা বেগম (৬৫)। তা রাস্তা পার হচ্ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাজী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর সৃষ্টিগড় এলাকা অতিক্রম করছিল। একই সময় মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন দুই পথচারী। হঠাৎ কাজী পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে দ্রুত বেগে এসে পথচারী দুজনকে ধাক্কা দেয় এবং রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে বাসটির।
বিজ্ঞাপন
ঘটনাস্থলেই দুজন পথচারী মৃত্যুবরণ করেন। অজ্ঞাতনামা আরও একজন আহত হন। পরে উত্তেজিত জনতা বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পথচারীকে স্থানীয় ক্লিনিকে নিয়ে যান উদ্ধারকারীরা।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নূর হায়দার তালুকদার ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ইতোমধ্যে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনা কীভাবে ঘটল, বিস্তারিত পরে জানা যাবে।
রাকিবুল ইসলাম/এনএ