‘আমি উপজেলা নির্বাহী অফিসার, আক্কেলপুর, জয়পুরহাট থেকে বলছি, আপনাকে একটি সরকারি ল্যাপটপ প্রদান করা হবে। আমাকে ০১৮৪.....৭৩ (নগদ) নম্বরে আট হাজার টাকা পাঠান।’ এমন ফোন পেয়ে প্রতারক চক্রের কাছে ৩১ হাজার টাকা খোয়ালেন চার শিক্ষক। 

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে ওই চার শিক্ষক মঙ্গলবার (১৭ আগস্ট) আক্কেলপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান চার শিক্ষকের জিডির বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

জিডি করা চার  শিক্ষক হলেন- উপজেলার ভদ্রখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার, সহকারী শিক্ষক মীর কামরুল হাসান, সহকারী শিক্ষক লায়লা আনজুমান ও দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজুমান আরা বেগম।

থানায় দেওয়া জিডিতে বলা হয়, সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় মুঠোফোন কোম্পানি রবির একটি সিম থেকে তাদের কাছে ফোন করে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয় দিয়ে ল্যাপটপ দেওয়ার কথা বলা হয়। এই ল্যাপটপ দেওয়ার খরচা বাবদ ইউএনও পরিচয়ে তাদের প্রতিজনের কাছে আট হাজার করে টাকা চেয়ে একটি নগদ অ্যাকাউন্টের রবি নম্বর দেওয়া হয়। তারা ওই নগদ অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছেন। ভদ্রকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষক আট হাজার টাকা করে মোট ২৪ হাজার ও দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাত হাজার টাকা দিয়েছেন।

ভুক্তভোগী শিক্ষকরা বলেন, ইউএনও পরিচয় দিয়ে ল্যাপটপ দেওয়ার কথা বলে আমাদের কাছে খরচা বাবদ আট হাজার টাকা করে টাকা চাওয়া হয়। আমরা বিশ্বাস করে দ্রুত তিনজন শিক্ষক নগদ অ্যাকাউন্টে ২৪ হাজার পাঠিয়ে দেয়। আরেক শিক্ষক সাত হাজার টাকা দেন।

আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম হাবিবুল হাসান বলেন, মুঠোফোনে ইউএনওর পরিচয় দিয়ে শিক্ষকদের ল্যাপটপ দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় শিক্ষকেরা থানায় লিখিত অভিযোগ করেছেন। যদি কেউ ইউএনও পরিচয় দিয়ে কোনো কিছু দেওয়ার প্রলোভন দিয়ে টাকা-পয়সা দাবি করে তাহলে দ্রুত তার সরকারি মুঠোফোন নম্বর কল করে জানানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, একটি মুঠোফোন নম্বর থেকে ইউএনওর পরিচয় দিয়ে ল্যাপটপ দেওয়ার কথা বলে শিক্ষকদের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এমন চারটি জিডি থানায় করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

চম্পক কুমার/আরএআর