পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিখোঁজ কলেজছাত্র মোবারক হোসেনকে (২০) এখনো উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকী এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ কলেজছাত্র মোবারক হোসেন উপজেলার চরফরাদী ইউনিয়নের চরপাড়াতলা গ্রামের মো. বকুল ব্যাপারীর একমাত্র ছেলে ও পাকুন্দিয়া সরকারি কলেজের ডিগ্রি বিএসএস প্রথম বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোবারক তার দুই বন্ধু সম্রাট ও জাকির হোসেনকে নিয়ে বাদাম কিনতে পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহের পাগলা থানা এলাকার বাইশ্যা বাজারে যাচ্ছিল। দক্ষিণ চরটেকী এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদ পার হতে স্থানীয় ফারুক মিয়ার নৌকায় উঠেন তারা। ব্রহ্মপুত্রের স্রোতের কারণে ছোট নৌকাটি মাঝনদে গিয়ে ডুবে যায়।

এ সময় মোবারকের দুই বন্ধু ও নৌকার মালিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মোবারক নদে তলিয়ে যায়। এ ঘটনার পর স্থানীয় লোকজন ও স্বজনরা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ব্রহ্মপুত্র নদে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ মোবারকের সন্ধান পায়নি ডুবুরি দল। পরে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর ওই কলেজছাত্রকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ মোবারকের সন্ধান পাওয়া যায়নি। বুধবার (১৮ আগস্ট) সকাল থেকে পুনরায় উদ্ধার তৎপরতা চালানো হবে।

এসকে রাসেল/এসপি