ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়ে তিন এবং উপসর্গে একজন মারা যান। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮২ জন।

একই সময়ে ৩৪৮ নমুনা পরীক্ষা করে ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ১৮ জনে।

বুধবার (১৮ আগস্ট) দুপুর একটার দিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

মৃত চারজনের মধ্যে ফরিদপুরের দুজন, গোপালগঞ্জের একজন এবং রাজবাড়ীর একজন রয়েছেন।

জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ৭৭ জনের মধ্যে আলফাডাঙ্গায় এক, ভাঙ্গায় তিন, বোয়ালমারীতে তিন, মধুখালীতে আট, সদরপুরে ছয়, চরভদ্রাসনে এক, সালথায় পাঁচ এবং ফরিদপুর সদরে ৫০ জন। বাকি পাঁচজনের শনাক্ত হয়েছে র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বুধবার পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ১১১ জন। তাদের মধ্যে করোনা শনাক্ত রোগী ১২৫ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২০ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৮২ জন।

এনএ