চাঁদপুরে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক
চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ আগস্ট) দিবাগত রাতে চাঁদপুর শহরের বিটি রোডস্থ বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বলেন, আটকের পর রাতে তাকে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। বুধবার (১৮ আগস্ট) সকালে তাকে চাঁদপুর সদর মডেল থানায় আনা হয়েছে। বর্তমান তিনি থানা হেফাজতে রয়েছেন। কি কারণে তাকে আটক করা হয়েছে এ বিষয়ে তিনি কিছু বলেননি।
বিজ্ঞাপন
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, দেওয়ান সফিকুজ্জামান বর্তমানে চাঁদপুর মডেল থানা হেফাজতে রয়েছে। তাকে আটকের সুনিদিষ্ট কারণ জানাতে পারেননি ওসি।
শরীফুল ইসলাম/এসপি
বিজ্ঞাপন