রংপুরে ২০ দিনে ২১৬ জনের মৃত্যু
রংপুর বিভাগে করোনায় মৃত্যু ও শনাক্ত কমে এসেছে। বেড়েছে সুস্থতার সংখ্যা। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও সাতজন প্রাণ হারিয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৪৭২ জন রোগী। নতুন করে ২০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে ২০ দিনে বিভাগের আট জেলায় করোনায় ২১৬ জনের মৃত্যু হয়েছে। গড় হিসেবে প্রতি দিন বিভাগে প্রাণহানি হয়েছে দশজনেরও বেশি লোকের। এর আগে বৃহস্পতিবার করোনায় আটজনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয় ২৪৪ জনের।
বিজ্ঞাপন
শুক্রবার (২০ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন মৃতদের মধ্যে ঠাকুরগাঁওয়ের তিনজনসহ রংপুর, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলার একজন করে রয়েছেন।
২৪ ঘণ্টায় বিভাগজুড়ে ১ হাজার ২৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুরের ৪৪ জন, গাইবান্ধার ৩৭, দিনাজপুরের ২৯, ঠাকুরগাঁওয়ের ২৮, কুড়িগ্রামের ২৪, নীলফামারীর ১৯, পঞ্চগড়ের ১৬ ও লালমনিরহাট জেলার ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৩৭ শতাংশ।
বিজ্ঞাপন
সর্বশেষ সাতজনসহ রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৩৬ জনে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে আছে দিনাজপুর। এ জেলায় সর্বোচ্চ ৩১০ জন মারা গেছেন। আর দ্বিতীয় সর্বোচ্চ ২৬৭ জনের মৃত্যু হয়েছে বিভাগীয় জেলা রংপুরে।
জেলা হিসেবে সবচেয়ে কম ৫৯ জন মারা গেছেন লালমনিরহাটে। এছাড়া ঠাকুরগাঁওয়ের ২২৭ জন, নীলফামারীর ৮০, পঞ্চগড়ের ৭২, কুড়িগ্রামের ৬২ ও গাইবান্ধার ৫৯ জন মারা গেছেন।
গত বছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত বিভাগে মোট ২ লাখ ৪৪ হাজার ৮১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫১ হাজার ৪৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত বিভাগে ৪৩ হাজার ৬৮৫ জন সুস্থ হয়েছেন।
করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে হবে।
ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর