নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে কৃ‌ষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

কৃ‌ষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ব‌লে‌ছেন, ফসল রক্ষায় নদী শাসন ও বাঁধ রক্ষা করা জরুরি। এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ ফসল চাষ করেই জীবিকা নির্বাহ করে। এ ফসলকে রক্ষা করতে হবে। এ জন্য টেকসই বাঁধ নির্মাণে উদ্যোগ নেওয়া হচ্ছে।

শুক্রবার (২০ আগস্ট) টাঙ্গাই‌লের ধনবা‌ড়ী উপজেলার কেরামজানী ও জোকনাতে ঝিনাই নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা ও বাঁধ পরিদর্শন করে কৃ‌ষিমন্ত্রী এসব কথা বলেন। 

কৃ‌ষিমন্ত্রী আরও ব‌লেন, এই সরকারের আমলে শহরের সব সুযোগসুবিধা গ্রামেও পৌঁছে যাচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ, পাকা রাস্তাঘাট নির্মাণ, আধুনিক স্বাস্থ্যসেবা গ্রামে সম্প্রসারিত হচ্ছে। এর ফলে চরাঞ্চল, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলেও শহরের মতো সুযোগসুবিধা প্রসারিত হচ্ছে।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন ধনবা‌ড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল হক, সার্কেল এএসপি শাহিনা আখতারসহ  স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

এমএসআর