সিলেটে করোনায় আরও সাতজনের মৃত্যু
সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৪২ নমুনা পরীক্ষা করে নতুন ৩২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৯২ শতাংশ। এ সময়ে করোনায় মারা গেছেন আরও ৭ জন।
শুক্রবার (২০ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের করোনা সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় সিলেটে ১৯৯ জন, সুনামগঞ্জে ৩৬, হবিগঞ্জে ৩৮ এবং মৌলভীবাজারে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিজ্ঞাপন
সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৮৪১ জনে। এর মধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ১৪৯ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৮৭৮, হবিগঞ্জে ৬ হাজার ১১৩ এবং মৌলভীবাজারে ৭ হাজার ৩৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জনই সিলেট জেলার ও একজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ৯৬০ জন। এর মধ্যে সিলেট জেলার ৭০০ জন, সুনামগঞ্জের ৬৪, হবিগঞ্জের ৪৬ এবং মৌলভীবাজারের ৬৯ জন রয়েছেন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৮১ জন।
বিজ্ঞাপন
তুহিন আহমদ/এমএসআর