নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনায় আরও এক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার মরদেহটি হলো ভাসানচর ক্যাম্পের ৬১ নম্বর ক্লাস্টারের ফজল আহমদের ছেলে ইমাম হোসেন (১১)। এ নিয়ে মরদেহ উদ্ধারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। এ পর্যন্ত ১৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার হয়।

শুক্রবার (২০ আগস্ট) সকেলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম। তিনি বলেন, ১৯ আগস্ট বিকেলে পুলিশ, এপিবিএন ও কোস্টগার্ড ভাসানচরের দক্ষিণ-পূর্ব কর্নারে তিন নম্বর খালের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, নোয়াখালী জেলা প্রশাসকের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়া বিভিন্ন দফায় ১৩ জন রোহিঙ্গার মরদেহের পরিচয় শনাক্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
প্রসঙ্গত, শুক্রবার (১৩ আগস্ট) গভীর রাতে ভাসানচর থেকে দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে রোহিঙ্গাবোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে।

হাসিব আল আমিন/এমএসআর