হিলিতে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে নৈশপ্রহরী গ্রেফতার
দিনাজপুরের হিলিতে বিশাপাড়া হিলফুল ফুজুল মাদরাসার ১০ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদরাসার নৈশপ্রহরী মমিনুল ইসলাম সুজনকে (২৭) গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত মমিনুল ইসলাম সুজন উপজেলার বড় চেংগ্রামের রফিকুল ইসলামের ছেলে।
বিজ্ঞাপন
শুক্রবার (২০ আগস্ট) রাত সাড়ে ১০টায় হাকিমপুর উপজেলার চেংগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দ্বায়ের করেন।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
বিজ্ঞাপন
তিনি জানান, ১৬ আগস্ট ছেলেকে নৈশপ্রহরী কর্তৃক বলৎকারের অভিযোগ এনে থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগী ছাত্রের বাবা। পরে ঘটনা সত্যতা পাওয়ায় অভিযান পরিচালনা করে শুক্রবার রাতে নৈশপ্রহরীকে গ্রেফতার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দিনাজপুর আদালতে পাঠানো হবে।
এইচকে