প্রতীকী ছবি।

লালমনিরহাটের আদিতমারীতে ব্যবসায় লোকসান হওয়ায় সাদ্দাম হোসেন (২৬) নামে এক গরু ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২০ আগস্ট) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। মৃত ব্যবসায়ী সাদ্দাম হোসেন উপজেলার পশ্চিম ভেলাবাড়ী গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গরু ক্রয়-বিক্রয়ের ব্যবসা করে সংসার চালাতেন সাদ্দাম হোসেন। সেই ব্যবসায় কয়েকদিন টানা লোকসানের মুখে পড়ে পুঁজি নষ্ট হওয়ায় হতাশাগ্রস্ত হন তিনি। প্রতিদিনের মতো বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে প্রতিদিনের মতো  গরুর হাট থেকে বাড়ি ফিরে বিষ পান করেন। পরে পরিবারের লোকজন বুঝতে পেয়ে প্রথমে আদিতমারী হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যান সাদ্দাম হোসেন। 

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গুলফাম বলেন, রংপুর কোতোয়ালি থানা তার মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে মর্মে কাগজপত্র পাঠানো হয়েছে।

নিয়াজ আহমেদ সিপন/এইচকে