রাঙামাটির কাউখালীতে পাথরবোঝাই ট্রাক নিয়ে পুয়াপাড়া বেইলি সেতু ধসে পড়েছে। সেতু ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে কাউখালী- নাইলাছড়ি সড়ক যোগাযোগ। শুক্রবার (২০ আগস্ট) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, কাউখালীতে নবনির্মিত পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য পাথরবোঝাই একটি ট্রাক পুয়াপাড়া বেইলি সেতু পার হচ্ছিল। এ সময় সেতু ভেঙে ট্রাকটি ইছামতি নদী সংযুক্ত কাউখালি খালে পড়ে যায়। এতে চালকসহ ট্রাকে থাকা দুই-তিনজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বেইলি সেতুটি ধসে পড়ার কারণে কাউখালী -নাইলাছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এই সেতুর ওপর দিয়ে কলমপতি ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকার কৃষিজ পণ্য বাজারে আসে। যার কারণে সাপ্তাহিক হাটসহ জনজীবনে বিশাল প্রভাব পড়বে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এই বিষয়ে রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে কোনো সাড়া মেলেনি।

মিশু মল্লিক/এসপি