মেহেরপুরে জামায়াত কর্মীদের গোপন বৈঠকের সময় অভিযান চালিয়ে পাঁচ নারীসহ ছয় জামায়াতকর্মীকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (২১ আগস্ট) দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক জামায়াতকর্মীরা হলেন- রাধাকান্তপুর গ্রামের মইজুদ্দিন শেখের ছেলে আরসাদ আলী (৫৪), বজলুর রহমানের স্ত্রী ফেরদৌসী খাতুন (৪০), তরিকুল ইসলামের স্ত্রী নয়ন মালা (২৪), সোহেল রানার স্ত্রী রুপালি আক্তার (৩৪), ইয়ারুল ইসলামের স্ত্রী জোসনা (৩৫) ও আসাদ আলীর স্ত্রী সাফিয়া খাতুন (৪০)।

পুলিশ জানায়, মেহেরপুর সদর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) শরীফ হাবিবের নেতৃত্বে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের মফেজ উদ্দিনের ছেলে আরশাদ আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ছয়জনকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। বিস্তারিত পরে জানানো হবে।

আকতারুজ্জামান/জেডএস