প্রতীকী ছবি।

সাভারে খেলার সময় নদীতে পড়ে দুই কিশোর নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তাদের উদ্ধারে রাত সাড়ে ৮টা পর্যন্ত অভিযান চালায় টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।

শনিবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ডুবুরি দলের দলনেতা আব্দুল জলিল। এর আগে বিকেলে সাভার কাউন্দিয়া এলাকার ৩০ ফিট এলাকায় তুরাগ নদীতে পড়ে নিখোঁজ হয় ওই দুই কিশোর। 

নিখোঁজ দুই কিশোর হলো- রিয়াদ (১৩) ও আলভী (১৪)। তারা যথাক্রমে ৭ম ও ৮ম শ্রেণিতে পড়াশোনা করত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

ফায়ার সার্ভিস জানায়, বিকেলে কাউন্দিয়ার ওই এলাকায় ফুটবল খেলছিল ৬ কিশোর। এ সময় বল নদীতে গেলে বল আনতে নামে আলভি ও রিয়াদ। এদের মধ্যে একজন সাঁতার জানতো না বলে জানা গেছে। বাকি চারজন অল্প পানিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। বল একটু দূরে গেলে তারাও বল আনতে দূরে চলে যায়। তাদের সামনে দুজনই নদীর পানিতে তলিয়ে যায়। পরে বাকি চারজনের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। 

এ ব্যাপারে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে তাদের উদ্ধার করতে গিয়েছিলাম। কিন্তু ঘটনাস্থল নদীর ওপারে হওয়ায় আমরা পৌঁছাতে পারিনি। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলনেতা আব্দুল জলিল ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে বিকেল ৫টা ২০ মিনিটে তিন জনের একটি দল রওনা করি। পরে ঘটনাস্থলে ৬টা ৩০ মিনিটে পৌঁছে উদ্ধারকাজ শুরু করি। কিন্তু রাত সাড়ে ৮টার দিকে আলোর স্বল্পতার কারণে উদ্ধারকাজ স্থগিত করা হয়। রোববার আবার উদ্ধার কাজ শুরু করা হবে।

মাহিদুল মাহিদ/এইচকে