নোয়াখালীতে করোনার নমুনা পরীক্ষায় গত চার মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্ত হয়েছে। শতকরা হিসাবে এই হার ৮ শতাংশ। অথচ একদিন আগেও শনাক্তের হার ছিল ২৪ শতাংশ। ২৪ ঘণ্টায় কমেছে ১৬ শতাংশ। এ সময় কোনো মৃত্যু হয় নি। তবে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২১৬ জন।

শনিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, নোয়াখালীর ল্যাবে ১১৫টি নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরে ১ জন, সুবর্ণচরে ১ জন, বেগমগঞ্জে ১ জন, চাটখিলে ৩ জন এবং কবিরহাটে ৩ জন রয়েছেন। 

নোয়াখালীতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩২৯ জন। যার মধ্যে সদরের ৬ হাজার ৪৩১ জন আর বিভিন্ন উপজেলার ১২ হাজার ৮৯৮ জন রয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। তবে করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ২১৬ জনের। যার মধ্যে সদরের ৩৮ জন আর বিভিন্ন উপজেলার ১৭৮ জন।

হাসিব আল আমিন/এইচকে