নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে পালানোর সময় তিন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। শনিবার (২১ আগস্ট) রাত পৌনে ২ টায় ভাসানচর থানা থেকে দুই কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিক থেকে তাদের আটক করা হয়।  রোববার সকালে তাদের ভাসানচর থানায় সোপর্দ করা হয়। 

আটকরা হলেন- ১০ নম্বর ক্লাস্টারের জি-২ কক্ষের আবুল কালামের ছেলে ওসমান (১৮), ৫৬ নম্বর ক্লাস্টারের কে-৫ কক্ষের হোসাইনের ছেলে সালামাতুল্লাহ (২১) এবং ২৬ নম্বর ক্লাস্টারের ডি-১১ কক্ষের নুর মোহাম্মদের ছেলে আজিজ (২৬)।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, আটকদের বিরুদ্ধে বিদেশি নাগরিক সম্পর্কিত আইন ১৯৪৬ এর ১৪ ধারা মামলা (নম্বর-২) দায়ের করা হয়েছে। পরে তাদের হাতিয়া আদালতে পাঠানো হয়েছে।

হাসিব আল আমিন/এসপি