বিষখালী নদীর আকস্মিক ভাঙনে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালীয়া ইউনিয়নের পশ্চিম দেউরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারের অর্ধেক অংশ বিলীন হওয়ার মুহূর্ত ধরা পড়েছে নিখোঁজ ছাত্র নেয়ামতুল্লাহর সর্বশেষ ফেসবুক লাইভে।

ভিডিওটিতে দেখা যায়, এল আকৃতির সাইক্লোন শেল্টারের যে অংশে নেয়ামতুল্লাহসহ কয়েকজন দাঁড়িয়ে ছিল সেটি, বাইরের আধা পাকা মসজিদ এবং দুটি গাছ মুহূর্তে ভেঙে নদীতে বিলীন হয়েছে। এ ঘটনায় নেয়ামতুল্লাহ নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে বরিশাল নৌ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও কোনো সন্ধান পায়নি।

ডুবুরি বেলাল ঢাকা পোস্টকে জানান, ভবনটি ছাদসহ নিমজ্জিত হওয়ায় এবং ওই স্থানে ৬০-৬৫ ফুট পানি থাকায় উদ্ধার কাজে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।

বরিশাল নৌ ফায়ার স্টেশনের মাস্টার হাবিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, গতকাল বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেও নিখোঁজ ছেলেটির কোনো সন্ধান আমরা পাইনি। ঊর্ধ্বতন স্যারদের দিকনির্দেশনা অনুযায়ী আজও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সাইক্লোন শেল্টারের একাংশ ও মসজিদটি বিলীন হয়ে যায়। এ ঘটনায় মেহেদী হাসান (১৬) নামে এক কিশোর আহত হয়। ঘটনার পর নেয়ামতুল্লাহ নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়। নিখোঁজ নেয়ামত স্থানীয় বারেক হাওলাদারের ছেলে। 

পশ্চিম দেউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক খান ঢাকা পোস্টকে বলেন, সকাল ১০টার পরে বিদ্যালয় ভবনের পশ্চিম অংশ কিছুটা দেবে যায়। আমরা শিক্ষকরা কয়েকজন ছাত্র নিয়ে স্কুলের মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছিলাম। দুপুর সাড়ে ১২টার দিকে বিকট শব্দে ভবনের পশ্চিম অংশ ভেঙে নদীতে তলিয়ে যায়। 

প্রত্যক্ষদর্শী খাইরুল বলেন, ভবনটি যখন দেবে যাচ্ছিল তখন আমার আত্মীয় নেয়ামতুল্লাহ মোবাইলে ভিডিও করছিল। আমি দৌড়ে সরে যেতে পারলেও নেয়ামত বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে যায়।

স্থানীয় কালাম ফকির ঢাকা পোস্টকে বলেন, বেলা ১১টা ৪০ মিনিটে ট্রলারে ঝালকাঠি যাওয়ার সময় সাইক্লোন শেল্টারের পাশের একটি ৪০ হাত লম্বা চাম্বল গাছ খাড়াভাবে মুহূর্তে দেবে যেতে দেখেছি।

নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, আমরা একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি সাইক্লোন শেল্টারের পশ্চিম অংশ পানির নিচে ডুবে আছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে বরিশাল নৌ ফায়ার স্টেশনকে জানায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেকুন নাহার, এনডিসি আহমেদ হাসান।

ইসমাঈল হোসাঈন/এসপি