সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ১ হাজার ৫২২ নমুনা পরীক্ষা করে নতুন ২৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ১১ শতাংশ। এ সময়ে করোনায় মারা গেছেন আরও ১০ জন।

বুধবার (২৫ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের করোনা সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় সিলেটে ১৩৯ জন, সুনামগঞ্জে ৫১, হবিগঞ্জে ১৬ এবং মৌলভীবাজারে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

সব মিলে বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৫৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ৬৩১ জন, সুনামগঞ্জে ৬ হাজার ১৮ জন, হবিগঞ্জে ৬ হাজার ২২১ জন এবং মৌলভীবাজারে ৭ হাজার ৫৭৩ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে করোনায় মৃত ১০ জনের মধ্যে আটজনই সিলেট জেলার। একজন সুনামগঞ্জের বাসিন্দা। এ ছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আরও একজন।

এ পর্যন্ত বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ১৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৭৩৮ জন, সুনামগঞ্জের ৭০, হবিগঞ্জের ৪৬ এবং মৌলভীবাজারের ৭০ জন রয়েছেন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৯১ জন।

তুহিন আহমদ/এসপি