ধানখেতে ঢলে পড়ে কৃষকের মৃত্যু
কীটনাশক ছিটাতে (স্প্রে) গিয়ে ধানখেতেই ঢলে পড়েছেন কৃষক বেলাল হোসেন (৪৫)। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুধবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলার ভূগোইল মাঠে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ছফির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, বেলাল ধানের জমিতে কীটনাশক স্প্রে করছিলেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বিজ্ঞাপন
কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর আসাদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, মাঠে কীটনাশক স্প্রে করার সময় সে অজ্ঞান হয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই মারা যান তিনি। পারিবারিকভাবে জানা যায়, তার হার্টের সমস্যা ছিল।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঢাকা পোস্টকে বলেন, বেলাল হার্ট ও ডায়াবেটিস সমস্যায় অসুস্থ ছিলেন। পরিবারের কোনো অভিযোগ নেই। স্বাভাবিক মৃত্যু বলে তারা মরদেহ নিয়ে গেছে।
বিজ্ঞাপন
চম্পক কুমার/এমএসআর