রূপগঞ্জে খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে করোনাভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা অডিটরিয়ামে খামারিদের মাঝে এ গো-খাদ্য বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।
বিজ্ঞাপন
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিগ্যান মোল্লা, উপজেলা নির্বাচন অফিসার মাহবুুবুর রহমান প্রমুখ।
পরে মৎস্য অধিদফতরের আওতায় উপজেলা প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির প্রায় ৬৮ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়। এ সময় প্রধান ছিলেন পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
বিজ্ঞাপন
মাহবুবুর রহমান ভূঁইয়া/এমএসআর