পদ্মায় জেলের জালে ২২ কেজির পাঙাশ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে এক জেলের জালে ২২ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। শুক্রবার (২৭ আগস্ট) ভোরে পাবনার কাজিরহাট এলাকার জেলে পরান হলদারের জালে দৌলতদিয়ার ৭ নং ফেরিঘাট এলাকায় মাছটি ধরা পড়ে।
পরে জেলে পরান হালদার মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটের পাশে অবস্থিত মৎস্য আড়তে নিয়ে এলে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবাসয়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩০ হাজার ৮০০ টাকা দিয়ে মাছটি কিনি নেন। সে সময় মাছটি একনজর দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
বিজ্ঞাপন
জেলে পরান হলাদার বলেন, শুক্রবার ভোর রাতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জাল ফেললে মাছটি আটকা পড়ে। পরে মাছটি বিক্রি জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে মো. দুলালের আড়তে তুললে সেখান থেকে চান্দু মোল্লা মাছটি কেনেন।
দৌলতদিয়া ফেরিঘাটের চাঁদনী-আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, বেশ কিছুদিন পদ্মায় বড় মাছ পাওয়া যাচ্ছিল না। সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে গেলে ২২ কেজি ওজনের পাঙাশ মাছটি দেখতে পাই।
বিজ্ঞাপন
স্থানীয় আড়তদার খোলা ডাকে মাছটি বিক্রির কথা বললে আমি সর্বোচ্চ দামে মাছটি কিনি। ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মাছটি বিক্রির কথা বলেন চান্দু।
মীর সামসুজ্জামান/এনএ