পিরোজপুরের নেছারাবাদে মানসিক ভারসাম্যহীন ছেলের কোদালের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের মাহমুদকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জয়নাল আবেদিন (৭৫) তার ছেলে আব্দুর রাজ্জাককে (৪৫) ঘরের বেড়ায় পেরেক মারতে বলেন। এ নিয়ে বাবা-ছেলের মাঝে ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে রাজ্জাক ঘরে থাকা কোদাল দিয়ে বাবার মাথায় আঘাত করে পালিয়ে যায়।

এরপর স্বজনরা জয়নালকে নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান জয়নাল।

আটঘর কুড়িয়ানা ইউনিয়নের চেয়ারম্যান মিঠুন হালদার জানান, আব্দুর রাজ্জাক মাদকাসক্ত। এলাকার বিভিন্ন মানুষের কাছে টাকা চাইতো রাজ্জাক। এমনকি লোকজনকে মারধরও করত।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, নিহতের পরিবার থেকে জানা গেছে রাজ্জাক সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন। তবে এ হত্যাকাণ্ডের বিষয়ে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবীর হাসান/এমএসআর