ইসহাক ঢালী

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলায় বাবা-মা ও ভাইয়ের পিটুনিতে প্রবাসী যুবকের নিহতের ঘটনায় অভিযুক্ত বাবা ইসহাক ঢালীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিনগত রাত ১টার দিকে গাজীপুরের শ্রীপুর মাওনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান।

ওসি বলেন, দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। প্রায়ই ছেলে তার বাবাকে মারধর করতেন। ঘটনার দিন কথা-কাটাকাটির এক পর্যায়ে প্রবাসফেরত ছেলে শারফুল ঢালী বাবাকে মারতে আসেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি ছেলেকে পিটিয়ে আহত করেন। প্রাথমিক জিজ্ঞাবাদের এমনটাই দাবি করেছেন অভিযুক্ত বাবা। তবে আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি।

গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে পাগলা থানার চাকুয়া গ্রামে পারিবারিক কলহের জেরে বাবা-মা ও ছোট ভাই লোহার রড ও শাবল দিয়ে শারফুল ঢালীকে পিটিয়ে মারাত্মক আহত করেন। পরদিন সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শারফুল।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে পাগলা থানায় হত্যা মামলা করেন নিহতের বোন ও অভিযুক্ত ইসহাক ঢালীর মেয়ে শেফালী আক্তার। 

উবায়দুল হক/এনএ